Wednesday, July 12, 2017

Oceanography

ওসানোগ্রাফি (Oceanography)
সাবজেক্ট রিভিউ








ওসানোগ্রাফি শব্দটির সরাসরি বাংলা করলে সমুদ্রবিজ্ঞান বা  সামুদ্রবিদ্যা বুঝায়পূর্বে এটি ওসানোলজি নামে পরিচিত ছিলো

এটি বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সামুদ্রিক গঠন বাস্তুসংস্থান গতিবিজ্ঞান; সমুদ্র তরঙ্গ, ঢেউ ভূপদার্থগত তরল গতিবিজ্ঞান; প্লেট টেকটনিক সমুদ্র তলদেশের ভূতত্ত্ব; সমুদ্রের মধ্যে উপকূলভাগে বিভিন্ন রাসায়নিক,পদার্থবিদ্যাসংক্রান্ত উপাদানের প্রবাহ ইত্যাদি আলোচিত হয় এই সকল বিষয় জীববিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, জলবায়ুবিদ্যা পদার্থবিদ্যার মতো বিভিন্ন শাখার সহায়তায় সমুদ্রবিদদের সমুদ্র সম্পর্কে তথ্য আহরণে সাহায্য করেসমুদ্রের ম্যানেজমেন্ট, মডেলিং,খনিজ সম্পদ আহরণ ইত্যাদি বিষয়ও ওসানোগ্রাফির অন্তর্ভুক্ত

ওসানোগ্রাফি ও বাংলাদেশ:

তোমরা নিশ্চয় জানো বাংলাদেশ তার নিজ ভুখন্ডের সমান সমুদ্রসীমা জয়লাভ করেছে এই নতুন সমুদ্রসীমা এবং পূর্বের সমুদ্রসীমা মিলে এক বিশাল সমুদ্ররাজ্য এখন বাংলাদেশেরতবে এতে এখনি উল্লাসিত হওয়া যাচ্ছে না কারণ এই সমুদ্র সম্পদ আমরা এখনও প্রপারলি ব্যবহার করতে পারছিনাআমাদের সমুদ্রসীমার মৎস খনিজ সম্পদ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশর অর্থনীতিকে একটি শক্তিশালী অবসৃথানে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু লজ্জাজনক হলেও সত্য যেখানে অন্যান্য  দেশের গবেষক বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের গ্রহ উপগ্রহে কি কি সম্পদ আছে সেসব নিয়ে গবেষণা, অনুসন্ধান চালাচ্ছে সেখানে বাংলাদেশের নিজ সমুদ্রসীমার গবেষণা, সম্পদ অনুসন্ধান আহরণে আমরা অনেক পিছিয়েআামরা হয়ত জানিই না যে সমুদ্রে আমাদের কতটা সম্ভাবনা লুকিয়ে আছেএর কারণ কি??? কারণ একটাই, বাংলাদেশে সমুদ্রবিজ্ঞানে দক্ষ জনশক্তির অনেক অভাব রয়েছেআর এজন্যই বাংলাদেশ সরকার ওসানোগ্রাফির গুরুত্ব বুঝতে পেরেছেওসানোগ্রাফির গুরুত্ব মাথায় রেখে বাংলাদেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওসানোগ্রাফি বিভাগ চালু হয়েছে

এমন কয়েকটি বিশ্ববিদ্যালয় হলো----
Dhaka University
Shajalal University of Science & Technology
Noakhali Science & Technology University
Bongobondhu Sheikh Mujibur Rahman Maritime University
Potuakhali Science & Technology University
Chittagong university


ওসানোগ্রাফারের জবের বিভিন্নতা : 

Physical oceanographer
Bio-oceanographer
Marine geochemists, or chemical oceanographers
Marine archaeologists
Marine Meteorologist
Marine Researcher
Scientific officer


ওসানোগ্রাফি গ্রাজুয়েট দের আছে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ।পেশাজীবনে এদেরকে ওসানোগ্রাফার বলা হয়।ওসানোগ্রাফার হলে পাবে সমুদ্রের বিশালতায় হারিয়ে যেতেসমুদ্রের আবহাওয়া বিশ্লেষণ, মডেলিং, প্রোপার ম্যানেজমেন্ট, নেভিগেশন কন্ট্রোল, ভূতাত্তিক গবেষণা,খনিজ সম্পদ অনুসন্ধান আহরণ ইত্যাদি হবে তোমার কাজ দায়িত্ব  ওসানোগ্রাফার একটি চ্যলেঞ্জিং পেশাযারা চ্যালেঞ্জ পছন্দ করো এবং সমুদ্রকে ভালোবাস তারা ওসানোগ্রাফি নিয়ে পড়তে পারোবাংলাদেশ সহ সারা বিশ্বে ওসানোগ্রাফির গ্রাজুয়েট দের চাহিদা রয়েছেপৃথিবীর চারভাগের তিনভাগ জুড়েই আছে ওসানোগ্রাফারের কর্মস্থল

জব সেক্টর :
ওসানোগ্রাফিতে পড়ে সরকারি বেসরকারি ইন্টারন্যাশনাল বিভিন্ন জবের সুযোগ আছে এদের মধ্যে কয়েকটি হলো-----




★যেসব বিশ্ববিদ্যালয়ে ওসানোগ্রাফি বিভাগ রয়েছে সেসব এ শিক্ষক হিসেবে। শীঘ্রই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ওসানোগ্রাফি বিভাগ চালু হবে সো ওসানোগ্রাফির গ্রাজুয়েটদের জন্য সেসব ভার্সিটির ওসানোগ্রাফি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে

★Bangladesh Oceanographic Research Institute

★Ministry of Water Resources

★National Oceanographic Research Institute

★Woodhole Institution of Oceanography

★Scraps Institution of Marine Science

★Alfred Weznar Marine Institution

★NOAA

★NIO







 ----Avro
 ----11th Batch, NSTU




(লেখকের অনুমতি ছাড়া  ouritschool.blogspot.com এর  যেকোন আর্টিকেল বা কন্টেন্ট কপি করা কপিরাইট আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ।)


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment